গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে লামাপাড়া গ্রামে রাতের আঁধারে বিষ প্রয়োগে স্থানীয় আফজাল হোসেন (৪০) নামে এক মৎস্য চাষীর পুকুরে প্রায় ৩ লক্ষ টাকার ডিমওয়ালা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
মৎস্য চাষী আফজাল হোসেন জানান, ২০ শতক পুকুরে তিনি পাবদা, শিং, রুই, মৃগেল, দেশী পুঁটিসহ বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছের চাষ করেন। এসব ডিমওয়ালা মাছ থেকে তিনি রেনু পোনা উৎপাদন করে নিজের পুকুরে চাষসহ অন্যান্য মৎস্য চাষীদের কাছে বিক্রি করতেন।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি পুকুরে গিয়ে দেখেন মাছগুলো স্বাভাবিক ছিল। এরপর রাত সাড়ে দশটার দিকে পুকুরে খাবার দিতে গিয়ে তিনি দেখতে পান সব মাছ মরে ভেসে ওঠে। এতে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, তার পুকুরে পানির পিএইচ ও অ্যামোনিয়া স্বাভাবিক ছিল। রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ তার পুকুরের মাছ নিধন করেছে।