নেত্রকোণায় অপহরণের প্রায় তিন মাস পর মাদ্রাসার ছাত্রী উদ্ধার

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোণার কলমাকান্দায় অপহরণের প্রায় তিন মাস পর রাজধানী ঢাকার বনানীর কড়াইল বস্তি এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

অপহরণকারী সারোয়ার হোসেন কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে|

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত অপহৃত উপজেলার একটি মহিলা মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ নজরুল ইসলাম জানান, থানায় মামলা দায়েরের পর পরই বিষয়টি তদন্ত শুরু করা হয়। অপহৃত মাদ্রাসা ছাত্রীকে ঢাকার বনানী কড়াইল বস্তি এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।

এব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, গত জুন মাসে অপহৃত ঐ মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে একই ইউনিয়নের আনন্দপুর গ্রামের মোঃ সারোয়ার হোসেনকে আসামি করে কলমাকান্দা থানায় অপহরণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়েছে এবং অপহরনকারীকে গ্রেফতার করা হয়।

Share this post

scroll to top