নেত্রকোনা সংবাদদাতা: নেত্রকোনায় কংস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।রোববার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বড়ওয়ারি এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী কংস নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি এলাকাবাসী প্রশাসনকে অবহিত করে। রোববার বিকেলে বালু উত্তোলনরত আবুল ফতাহ, ইসলাম ট্রেডার্স, হাসান হোসেন ট্রেডার্স, ও রওশন ট্রেডার্স ও শামীম আহমেদের প্রতিষ্ঠানকে ১৮লাখ টাকা জরিমানাসহ উত্তোলিত বালু জব্দ করা হয়।
এসময় বালু উত্তোলনের মেশিনসহ সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযানের খবর পেয়ে খবর পেয়ে অন্যান্য বালু উত্তোলনকারীরা দ্রুত পালিয়ে যায়। অভিজান পরিচালনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, উচ্চপদস্থ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলার সদস্যগণ উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, আমাদের এ অভিজান অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।