বড় লিডের দিকে এগোচ্ছে আফগানিস্তান

ম্যাচের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাকিবের জোড়া আঘাতে চাপের মুখে পড়া আফগানিস্তান এখ বড় লিড নেয়ার দিকে এগিয়ে যাচ্ছে। চতুর্থ উইকেট জুটিতে শুরুর চাপ কাটিয়ে ওঠা আফগানিস্তানের লিড ২০০ রান পার হয়েছে। ১৩৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা আফগানরা বাংলাদেশের তুলনায় এখন ২৪৩ রানে এগিয়ে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের রান ৪০ ওভারে ৩ উইকেটে ১০৬ রান। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেছেন ইব্রাহিম জাদরান। ১১৭ বলে অধ্যশতক পূরণ করেন তিনি। তার সাথে ৩৩ রান নিয়ে উইকেটে আছেন আসগর আফগান। আর ইব্রাহিম জাদরান উইকেটে আছেন ৫৩ রান নিয়ে।

এর আগে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর আফগান ব্যাটসম্যানদের বেশ ভালোই চেপে ধরে বাংলাদেশ। আরো ভালোভাবে বললে সাকিব, মিরাজ, তাইজুলসহ স্বাগতিক স্পিনারদের খেলতেই পারছিল না সফরকারী ব্যাটসম্যানরা। যদিও এই চাপের মধ্যেই কয়েকটি বাউন্ডারি ও ওভারবাউন্ডারির মাধ্যমে রানের গতিকে কিছুটা বাড়িয়ে নেয়ার চেষ্টা করে তারা। তবে মধ্যাহ্নবিরতির পর থেকে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছে আফগানিস্তান। চতুর্থ উইকেট জুটিতে আসগর আফগান ও ইব্রাহিমের উপর ভর করে বেশ ভালোই এগিয়ে যাচ্ছে রশিদ খানের দল।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাকিবের জোড়া আঘাতে এলোমেলো হয় আফগান ব্যাটিং লাইনআপ। পরে দলীয় ২৮ রানে হাসমতউল্লাহ শহীদীকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে আফগানিস্তানের তৃতীয় উইকেটটি তুলে নেন স্পিনার নাইম হাসান। ১২ রানে প্যাভিলিয়নে ফিরে যান হাসমতউল্লাহ শহীদী।

আফাগানদের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুই উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় ৪ রানে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে সাজ ঘরের পথ ধরেন আফগান ওপেনার ইহসানউল্লাহ। আর পরের বলেই রহমত শাহকে কট অ্যান্ড বোল্ড করেন সাকিব। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহ দ্বিতীয় ইনিংসে ফিরে যান রানের খাতা খোলার আগেই। শেষ খবর পাওযা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে সফরকারী আফগানিস্তানের সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেটে ৪৯ রান।

এর আগে তৃতীয় দিনের শুরুতেই দলীয় ১১ রান যোগ করে নিজেদের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। আগের দিনের ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নেমে কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন তাইজুল ইসলাম। দলীয় ২০৫ রানে ব্যক্তিগত ৭ রান করে রশিদ খানের পঞ্চম শিকার হন নাঈম হাসান।

Share this post

scroll to top