স্টাফ রিপোর্টার : দক্ষতার সাথে কাজ ও নিজের দায়িত্ববোধ থেকে বাস্তবে প্রয়োগ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এছাড়াও ঘটনার আলোকে পুলিশ পরিদর্শক তদন্ত ও সার্কেল অফিসারদেরকে প্রতিটি মামলার ঘটনাস্থল পরিদর্শন করার জন্য কড়া নির্দেশ দিয়েছেন রেঞ্জ ডিআইজি।
বৃহস্পতিবার জেলা পুলিশ লাইনে ইন সার্ভিস পুলিশ সেন্টারে জামালপুর, শেরপুর,নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও ১৪টি সার্কেলের সহকারী পুলিশ সুপারদের নিয়ে অপরাধ নিয়ন্ত্রণ, অপারেশনাল ও গোয়েন্দা কার্যক্রম, তদন্ত তদারকি, অনুসন্ধান, অফিস ব্যবস্থাপনা ও শৃংখলা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্চ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এসব কথা বলেন ।
ময়মনসিংহ রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার একেএম মনিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও শেরপুরের পুলিশ সুপার আশরাফুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই কর্মশালায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও ১৪টি সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।