কূটনীতিকদের সাথে ড. কামাল-মির্জা ফখরুলের বৈঠক সম্পন্ন

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সাথে বৈঠকে বসেছেন বিদেশি কূটনীতিকরা। বুধবার সকালে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনার, কানাডার ডেপুটি হাইকমিশনার এবং জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি অংশ নিয়েছেন। বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় দুপুর ১২টার কিছু আগে। তবে বৈঠকের বিষয়ে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

এ ছাড়া বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত আছেন।

সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিএনপি নেতা মঈন খানের গুলশানের বাসায় প্রবেশ করেন। সেখানে তারা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ হাইকমিশনার, কানাডার ডেপুটি-হাইকমিশনার ও জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধিসহ ডেনমার্ক, নেদারল্যান্ডসসহ অন্তত দশটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা গণমাধ্যমকে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে কূনীতিকদের সাথে জাতীয় এক্যফ্রন্ট নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।

Share this post

scroll to top