বাংলাদেশকে ভয় পাই নাই সমীহ করি : আফগান কোচ

ইংল্যান্ডের অ্যান্ডি মোলেস আফগানিস্তানের হেড কোচই শুধু নন, প্রধান নির্বাচকও। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট নিয়ে তারও ভাবনার আর অন্ত নেই। ইংলিশ এ কোচ সব খোঁজখবর নিয়েই ঢাকায় এসেছেন। এখানে কোন ধরনের উইকেট তাদের জন্য অপেক্ষা করছে এটা ৫৮ বছর বয়সী এ ইংলিশম্যানের ভালোই জানার কথা। সাকিব আল হাসান, তাইজুলসহ এক ঝাঁক স্পিনারকে মোকাবেলা করে এগোতে হবে। হোমে বাংলাদেশ আগের ম্যাচগুলো কেমন খেলছে, সেদিকে নজর রাখলেই এ চিত্র উঠে আসবে।

তিনি মঙ্গলবার বলেছেন, ‘বাংলাদেশকে অবশ্যই শ্রদ্ধা করছেন তিনি, কিন্তু ভয় পান না। স্বাভাবিক নিজের দলের সামর্থ্য সম্পর্কে জানেন। এটা তাদের তৃতীয় টেস্ট ম্যাচ। ইতোমধ্যে খেলা দুই টেস্টের একটিতে জিতে আত্মবিশ্বাসীও তারা। যদিও প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড।

তিনি বলেন, ‘তাদেরকে (বাংলাদেশ) আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। কারণ তারা আমাদের চেয়েও অনেক উপরের এক লেভেলে রয়েছে, কিন্তু ভয় পাই না।’ আফগান এ কোচ বলেন,‘তারা নিজ দেশে দুর্দান্ত ক্রিকেট খেলে অভ্যস্ত। তাদের বেশ কিছু ভালো রেজাল্টও রয়েছে। আমরা আন্ডারডগ।’

তিনি বলেন, ‘এ ম্যাচ সামনে রেখে আমরা পরিশ্রম করেছি। আমরা যদি আমাদের পারফরম্যান্স মেলে ধরতে পারি, তাহলে আশা করি পরবর্তী পাঁচ দিন আমরা ভালো কিছু উপহার দিতে পারব।’

বাংলাদেশের স্পিন সম্পর্কে যে তার সুন্দর ধারণা রয়েছে এটা আরো একবার জানান দিয়েছেন এ ইংলিশ কোচ। তিনি বলেন, ‘আমি মোটেও বিস্মিত নই (বাংলাদেশ) তাদের স্পিন অ্যাটাক নিয়ে। আমি তাদের বিগত বেশ কিছু ম্যাচ সম্পর্কে জানি। তারা হোমে কেমন দল নিয়ে খেলেছে। এটাই হওয়া স্বাভাবিক। কারণ হোম অ্যাডভান্টেজ বলে একটা কথা রয়েছে।’

তিনি বলেন, ‘আমি বরং বিস্মিত হবো যদি তারা শক্তিশালী স্পিন অ্যাটাক নিয়ে এ ম্যাচে খেলতে না নামে।’

হেড কোচ বলেন, ‘আমাদেরও কিন্তু একটা দায়িত্বশীল স্পিন অ্যাটাক রয়েছে।’

Share this post

scroll to top