স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে চোরাই ২টি অটো রিক্সাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দের নির্দেশে মঙ্গলবার এসআই আলাউদ্দিন বাদাল কোতোয়ালী থানার দিঘারকান্দা এলাকা হতে ০২টি চোরাই অটোরিক্সাসহ চোরচক্রের প্রধান নেত্রকোনার পূর্বধলার শামছু মিয়ার ছেলে শহিদুল ইসলামকে আটক করে।