নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী

পালেকেলে স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তারা ১৯.৩ ওভারে ১৭৫ রান তোলে। নিউজিল্যান্ডের গ্র্যান্ড হোম ৪৪ এবং রস টেইলর ৪৮ রান করেন। শ্রীলঙ্কার অধিনায়ক মালিঙ্গা দু’টি, ডি সিলভা দু’টি ও ধনঞ্জয়া একটি উইকেট লাভ করেন। ম্যান অব দ্য ম্যাচ হন নিউজিল্যান্ডের রস টেইলর।
এর আগে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের উদ্বোধন করেন কুশল মেন্ডিজ ও পেরেরা। তারা দু’জন শুরুটা যে খুব ভালো করেছেন, তা বলা যাবে না। ৪১ রানে তাদের প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ৬৮ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা খোলস ছেড়ে বেরিয়ে আসে। মেন্ডিজ ও ডিকওয়ালা উইলো হাতে ঝড় তোলেন। তাদের যাত্রাপথ থমকে যায় ১৩১ রানে। কুশল মেন্ডিজ ৭৯ রানে আউট হয়ে যান। যা ছিল শ্রীলঙ্কা ইনিংসের সর্বোচ্চ রান। তিনি ইনিংসটি সাজান ৮টি বাউন্ডারি এবং দু’টি ছক্কা দিয়ে। অন্য দিকে ডিকওয়ালা ২৫ বলে ৩৩ রান করলেও বাউন্ডারি হাঁকান মাত্র দু’টি। শেষ দিকে সানাকা ১৭ ও উদানা ১৫ রানে অপরাজিত থাকেন। কিউই বোলারদের তেমন সমীহ না করে লঙ্কার ব্যাটসম্যানরা শেষ ৫ ওভারে রান তোলেন ৬০ এবং উইকেট হারান দু’টি। ফলে নির্ধারিত ২০ ওভারে লঙ্কা ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে।
নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদী ছয়জন বোলার ব্যবহার করেন, কিন্তু সাফল্য পান তিনি। ২০ রান দিয়ে উইকেট নেন দু’টি।

Share this post

scroll to top