বার্নলির বিরুদ্ধে শনিবার মাঠে নেমেছিল লিভারপুল। ৩-০ গোলে সহজ জয় তুলে নিয়েছে ক্লাবটি। জয়ের পর উৎফুল্ল থাকার কথা পুরো দলের। কিন্তু হয়েছে উল্টোটা। দলের মধ্যমনি মোহাম্মদ সালাহর উপর ক্ষেপেছেন সতীর্থ সাদিও মানে। ঘটনা কী?
গতকালের ম্যাচে তিনটি গোলের একটি করেছিলেন মানে। ম্যাচের শেষ পর্যায়ে আরো একটি গোলের সুযোগ ছিল মানের। কিন্তু ভালো পজিশনে থাকার পরও সালাহ তাকে পাস দেননি, দাবি করেছেন সেনেগালের এই ফুটবলার। তাই সালাহর উপর ক্ষেপেছেন তিনি।
এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে যান মানে। তাকে সামলে নেন কোচ জার্গান ক্লপ। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সবাই জানি মানে খুব আবেগপ্রবণ। একেকজন একেক রকম। এজন্য তাকে দোষ দেয়া যায় না। আমরা এভাবেই তাকে পছন্দ করি। ব্যাপরটি যেভাবে ঘটা উচিত ছিল, হয়নি। তাই ও এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন।’
এদিকে এ ঘটনার পর মানের ভক্তরা সালাহকে স্বার্থপর বলেছেন। আর মানে কী বলেছেন?
মানে বলেছেন, ‘জয়টাই সবকিছু। সালাহ যদি গোল করে ম্যাচ জেতাতে পারে। তাহলে আমি বলব, সালাহ যাও গোল করো…।’
তবে সালাহ এখনো এ ব্যাপারে কিছু বলেননি।