খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে হবে : উকিল আব্দুস সাত্তার

কঠোর পুলিশি বাধার মুখে রোববার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে শহরের টিএ রোডস্থ স্বপ্নিল কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করলেও অনুষ্ঠানের শুরুতে পুলিশ সেখানে উপস্থিত হয়ে কমিউনিটি সেন্টারে তালা লাগিয়ে দেয় এবং নেতাকর্মীদের প্রবেশে বাধার সৃষ্টি করে।

পরে নেতাকর্মীরা বাধ্য হয়ে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির মোড়াইল এলাকার বাসভবনে জড়ো হয়। সেখানে বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. গোলাম সারওয়ার ভূইয়া খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম-সম্পাদক এ.বি.এম. মোমিনুল হক, আলী আজম, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন, আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, জিয়া উদ্দিন মুন্সী আঙ্গুর, ফারুক কমিশনার, হুমায়ুন কবির, ইয়াছিন মাহমুদ, আবুল বাশার, আতিকুল হক জালাল, সজিব, রুমেল, শেখ মোঃ হাফিজুল্লাহ, মোল্লা সালাউদ্দিন, অথৈ মোল্লা, সমীর চক্রবর্তীসহ বিএনপি যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে কেক কাটা শেষে শহরের মোড়াইল এলাকা থেকে একটি র‌্যালি বের করা হলে পুলিশ সেখানেও বাধার সৃষ্টি করে। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপি বলেন, সরকার বাকশালী কায়দায় বিরোধী রাজনীতি ও ভিন্ন মতকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। দেশের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, বিনা ভোটের সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

Share this post

scroll to top