বার্সেলোনায় রেকর্ড মানেই লিওনেল মেসি। তবে শনিবার বার্সার হয়ে রেকর্ড গড়েছেন আনসো ফাতি। মৌসুমের প্রথম ম্যাচে অভিষেক হয় তার। আর দ্বিতীয় ম্যাচেই রেকর্ড। বার্সার ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে লা লিগায় গোল করেছেন আনসো। তার বয়স ছিল ১৬ বছর ৩০৪ দিন।
ইনজুরির কারণে লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে দুটি ম্যাচের একটিতেও খেলতে পারেননি লিওনেল মেসি। তবে প্রথম ম্যাচে অভিষিক্ত আনসোর দুর্দান্ত পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছিলেন গ্যালারিতে বসে থাকা আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচ শেষে তাকে জড়িয়ে ধরেছিলেন তিনি। শনিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা থাকলেও খেলতে পারেননি মেসি। তবে মাঠে নেমেছিলেন আনসো। প্রতিপক্ষের জালে গোল দিয়ে লা লিগায় বার্সার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন তিনি।
গতকাল ওসাসুনার বিপক্ষে বিরতির আগে নেলসন সেমাদুর বদলী হয়ে মাঠে নামেন আনসো। প্রথমার্ধের শেষদিকে গোল করে বার্সাকে সমতায় ফেরান। সাথে রেকর্ডও গড়েন।
বার্সেলোনার হয়ে ইতিহাস গড়লেও লা লিগায় সর্বকনিষ্ঠের তালিকার শীর্ষে উঠতে পারেননি আনসো। শীর্ষস্থানটি দখল করে আছেন ক্যামেরুনের উইঙ্গার ফ্যাব্রিস ওলিঙ্গার। ২০১২-১৩ মৌসুমে মালাগার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ১৬ বছর ৯৮ দিনে গোল করেন তিনি।
সূত্র : এফ সি বার্সেলোনা ডট কম