চলতি মৌসুমে তাদের শুরুটা হয় দুর্দান্ত। কিন্তু রেড ডেভিলদের শেষ তিন ম্যাচের পারফরম্যান্স পুরোনো মনে করিয়ে দিচ্ছে সেই পুরোনো দৃশ্য। টানা তিন ম্যাচে পয়েন্ট খুইয়েছে তারা। শনিবার (৩১ আগস্ট) শুরুতে এগিয়ে গিয়েও সাউদ্যাম্পটনের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে ওলে গানার সুলশারের শিষ্যের দল।
রোমেলু লুকাকু-আলেক্সিস সানচেজরা চলে যাওয়ায় আক্রমণভাগের সামলানোর দাযিত্ব ওঠেছে মার্কাস রাশফোর্ড-ড্যানিয়েল জেমসের ওপর। কোচের আস্থার প্রতিদানটা ঠিকই দিয়েছেন ওল্ড ট্রাফোর্ডের নতুন তারকা জেমস। স্কট ম্যাকটমিনের দুর্দান্ত পাস থেকে ইউনাইটেডকে এগিয়ে দেন ২১ বছর বয়সী এই ওয়েলস ফরোয়ার্ড।
গোল করার পথে জেমস: ছবি-সংগৃহীত কিন্তু ব্যবধানটা ধরে রেখে তিন পয়েন্ট আদায় করতে পারেনি সুলশারের শিষ্যরা। ৫৮ মিনিটে সমতায় ফিরে সাউদ্যাম্পটন। অবশ্য ৭৩ মিনিটে দশ জনের দল হয়ে পড়ে তারা। ম্যাকটমিনেকে ফাউল করলে দ্বিতীয় রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান সাউদ্যাম্পটনের ডিফেন্ডার কেভিন ডানসোকে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি হুয়ান মাতা-পল পগবারা।
এই ড্রয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আগের পঞ্চম স্থানে আছে ইউনাইটেড।