শামীম ওসমানের ছেলের সমন্ধী ভিকি গ্রেফতার

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সমন্ধী (স্ত্রীর বড় ভাই) ভিকিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভিকি ব্যবসায়ী ফয়েজউদ্দিন আহমেদ লাভলুর ছেলে। ফতুল্লা থানায় দায়ের করা একটি চাঁদাবাজি ও মারধর মামলায় ভিকিকে শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকার নিজবাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি’র পরিদর্শক এনামুল হক জানান, শুক্রবার দিবাগত রাতে চাষাঢ়া মোড় এলাকায় এক সিএনজি চালককে বেধড়ক মারধর করে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় ভিকি। এ ঘটনায় ওই সিএনজি চালক ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় তাকে সন্ধ্যায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

Share this post

scroll to top