বিশ্বজুড়ে জিমেইলের খ্যাতি নিয়ে প্রশ্ন তুললে, তা বোকামো ছাড়া আর কিছুই হবে না৷ ইমেইল ব্যবহারকারীদের একটা বড় অংশই এই প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল৷ অফিসিয়াল বা আন-অফিসিয়াল কাজের ক্ষেত্রে, রোজকার তথ্য চালাচালি করতে, অনেকেরই নির্ভরযোগ্য মাধ্যম জিমেইল৷ তবে একটা বিষয় শুনলে অবাক হবে৷ যে মাধ্যমকে আপনি রোজ ব্যবহার করেন, মনে মনে ভাবেন মাধ্যমটি সম্পর্কে আপনি সব জানেন, কিন্তু তেমনটা একদমই নয়৷ বিশেষজ্ঞরা বলছে, জিমেইলের এমন অনেক ফিচার রয়েছে, যা এখনো অনেকের অজানা৷
জিমেইলের পাঁচ গুরুত্বপূর্ণ ফিচার :
১৷ প্রয়োজনীয় মেলে যদি গলদ রয়ে যায়, তবে কেমন লাগে! নিশ্চই মাথার উপর বজ্রপাত হয়৷ তখন পাঠিয়ে দেয়া মেলটা ফেরত নেয়া ছাড়া কোনো উপায় থাকে না৷ কিন্তু কীভাবে তা সম্ভব? এবার সেই টোটকারই খোঁজ দিলেন বিশেষজ্ঞরা৷ জানা গেছে, কোনো মেইল পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে মোবাইল, ট্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনের উপর ‘আনডু’ বলে একটা অপশন ভেসে ওঠে৷ ভুল মেল পাঠালে একবার সেই অপশনে ক্লিক করলেই নাকি পাঠান মেলটি আবার ফেরত চলে আসবে প্রেরকের কাছে৷
২। কোনো দিন একসঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন? না করে থাকলে এবার করতে পারবেন৷ কীভাবে? এরজন্য প্রথমে, Add Account button-এ ক্লিক করতে হবে৷ তারপর দ্বিতীয় ইমেইলের আইডি ও পাসওয়ার্ড টাইপ করে এন্টার বা ওকে টিপতে হবে৷ আর তারপরই আলাদা ট্যাবে খুলে যাবে অন্য জিমেইলটি৷
৩৷ প্রত্যেকদিনই প্রচুর সংখ্যক মেইল ঢোকে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে৷ তারমধ্যে সবগুলোই যে দরকারি হয় তা নয়৷ প্রচুর অপ্রয়োজনীয় মেইলও আসে৷ সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মেইলগুলিকে সাজিয়ে নিলে ভালোই হয়৷ কিন্তু সেই পন্থাটাও তো জানতে হবে৷ সেই পদ্ধতিরও খোঁজ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ সেক্ষেত্রে প্রথমে, সেটিংসে যেতে হবে৷ তারপর জেনারেল সেটিংসে গিয়ে স্টার অপশনে ক্লিক করলেই হয়ে যাবে৷
৪৷ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার থেকে ফোন আমরা করেই থাকি৷ কিন্তু জিমেইল থেকেও যে ফোন করা যায়, সেটা জানেন? সেক্ষেত্রে গুগল টক নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে৷ এরপর ইনবক্সের নিচের বাঁ দিকে ক্লিক করতে হবে৷ তারপর যে নম্বরে ফোন করতে চান, তা টাইপ করতে হবে৷ এবং অনায়াসে আপনি জিমিইল থেকে ফোন করতে পারবেন৷
৫৷ জিমেইলেরও কিছু কিওয়ার্ডসের শর্ট কার্ট রয়েছে, যা অনেকেরই এজানা৷ কীভাবে সেগুলো জানবেন? এর জন্য প্রথমে সেটিংসে যেতে হবে৷ তারপর কিবোর্ড শর্ট কার্ট অপশনে ক্লিক করতে হবে৷ এবং নিজের পছন্দ মতো শর্ট কার্ট বেছে নিতে হবে৷