চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা গ্রামে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোকন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই গ্রামের একটি বাঁশবাগানে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত রোকন মাদক কারবারি ও শীর্ষ ডাকাত। সে দর্শনা দক্ষিণচাঁদপুরের আবু বক্কর সিদ্দীকের ছেলে। তার নামে মাদক, চোরাচালান, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি (আগ্নেয়াস্ত্র), দুইটি কার্তুজ, একবস্তা ফেনসিডিল ও দুইটি রাম’দা উদ্ধারের দাবিও করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে উপজেলার জয়রামপুর কাঠালতলা এলাকার করিম মন্ডলের বাঁশবাগানে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টনের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌছায়। এ সময় দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। শুরু হয় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ। প্রায় আধা ঘন্টা ব্যাপী গুলিবিনিময়ের পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থল থেকে রোকন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় এলজি, দুইটি কার্তুজ, একবস্তা ফেনসিডিল ও দুইটি রাম দা। দ্রুত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ রোকনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই দল সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ওই মাদক ব্যবসায়ী ও ডাকাত রোকন নিহত হয়েছেন। তার নামে মাদক ও চোরাচালানের ৪টি, ডাকাতি ৩টি, অপহরণ ১টি, চাঁদাবাজি ১টিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।