শিশু সন্তানের জন্য দুধ গরম করতে গিয়ে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে শিশু সন্তানের দুধ গরম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত গৃহবধূর নাম সম্পা আক্তার (২০)। তিনি লাঙ্গলবন্দ নগর এলাকার আলীনুর মিয়ার স্ত্রী। গত ১৪ আগস্ট লাঙ্গলবন্দ নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সম্পা’র বড় ভাই মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ার হোসেন জানান, দুই সপ্তাহ আগে সম্পা আক্তার সকালে শিশু সন্তানের দুধ গরম করতে রান্নাঘরে যায়। এসময় গ্যাসের চুলায় ম্যাচের কাঠি জ্বালাতেই মুহূর্তের মধ্যে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সম্পা অগ্নিদগ্ধ হয়ে পুরো শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় সম্পাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে সম্পা আক্তার মারা যান।

Share this post

scroll to top