বরগুনার বেতাগী উপজেলার ৬১ নং গাবতলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। যৌন নিপীড়নে অতিষ্ট হয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যেতে অনিচ্ছা প্রকাশ করছেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মো: মিজানুর রহমান খান সেই বিদ্যালয়ে এসে অভিভাবকদের কাছ থেকে শিক্ষকের বিরুদ্ধে উন্মুক্ত অভিযোগ হিসেবে লিখিত নিয়ে গেছেন। যদিও অভিযোগ ওঠার পর প্রধান শিক্ষক টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে।
ওই স্কুলে গিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, পরীক্ষার সময় প্রশ্নপত্রের উত্তর বলার লোভ দেখিয়ে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন আলমগীর। তাছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ‘ঊর্ধ্বতন’ একজনের সাথে হাত মিলিয়ে স্কুল বরাদ্দের টাকাও আত্মসাৎ করেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক আলমগীর হোসেন ক্লাসে ব্ল্যাকবোর্ডে লেখানোর কথা বলে ছাত্রীদের সামনে ডেকে নিয়ে আপত্তিকরভাবে শরীরে হাত দেন। সেজন্য ছাত্রীরা তাকে ভয় পায়। এমন শিক্ষক এখানে থাকলে ছাত্রীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেবে।
এ বিষয়ে স্কুলের জমিদাতা ও ম্যানেজিং কমিটির সদস্য মো: মুকুল মৃধার ছেলে মো: আসাদুল বলেন, প্রধান শিক্ষক যদি এসব না করে থাকেন তাহলে টাকার বিনিময়ে বিষয়টি সমাধান করতে চান কেনো?
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন আকন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলেছেন, যদি কেউ আমার বিরুদ্ধে কথা বলো তাহলে স্কুল থেকে বের করে দেয়া হবে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন।
এ বিষয়ে বেতাগী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: মিজানুর রহমান খান বলেন, ৬১ নং গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অভিভাবকদের কাছ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উন্মুক্ত অভিযোগ হিসেবে লিখিত আনা হয়েছে। সেই লিখিত পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।