ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে এক বাংলাদেশী গরু চোরাকারবারি আটক হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্তের ৯৪৪ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় নোম্যান্সল্যান্ড থেকে ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের ধাপরাহাট বিওপি’র বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বিএসএফ’র হাতে আটক ওই গরু চোরাকারবারির নাম শাহাদত হোসেন (৩২)। তিনি উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

সীমান্তবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে বাংলাদেশী অনন্তপুর গ্রামের আলী হোসেনের ছেলে তাজুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জনের একটি গরু চোরাকারবারি দল গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের সাথে সাথে অন্যরা পালিয়ে বাংলাদেশে চলে এলেও আহত হয়ে মাটিতে পড়ে যান শাহাদত। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Share this post

scroll to top