গাজীপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুজন মিয়া (৪০) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনার মোল্লাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শর্টগান, ওয়ান সুটার গান, কার্তুজ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এসময় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন।

নিহত সুজন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো: কামরুজ্জামান জানান, র‌্যাব-১ এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সালনার মোল্লাপাড়া এলাকায় কয়েকজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ খবরে রাত ১টা ৫০ মিনিটের দিকে ওই টহলদল সেখানে অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সুজন মিয়া গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে সুজন মিয়াকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থল থেকে ২টি শর্টগান, ২টি ওয়ান স্যুটারগান, ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের একজন সৈনিক আহত হয়েছেন।

Share this post

scroll to top