কোকের সাথে ঘুমের ওষুধ খাইয়ে চাকরি প্রত্যাশীকে ধর্ষণ

সিনেমার নাটকীয়তাকেও হার মানিয়েছে এই ঘটনা। চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে কর্তা ব্যাক্তিদের হাতে ধর্ষণের শিকার হয়েছেন তরুনী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রাজধানীর শ্যামলীর ৩ নম্বর সড়কের একটি অফিসে। রাত সোয়া ১টায় ওই তরুণীর কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে নিয়ে শ্যামলীর ওই অফিসটিতে অভিযানে গেছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার এসআই তৌহিদুল বলেন, মেয়েটি থানায় এসে দাবি করে সাক্ষাৎকারের সময় তাকে কোকের সাথে ঘুমের বা নেশাজাতীয় কোনো ওষুধ খাইয়ে ৩-৪ জন ধর্ষণ করেছে। মেয়েটি প্রতিষ্ঠানের নাম বলতে পারেনি কিন্তু সে বাড়িটি চেনে।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার রেজাউল জানান, ওই তরুণী শান্তা মারিয়াম নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে বলে জানিয়েছে। তার সাথে তার বন্ধুরাও থানায় এসে অভিযোগ করে।

সর্বশেষ রাত দেড়টায় ঘটনাস্থল থেকে এসআই তৌহিদুল বলেন, আমরা মেয়েকে নিয়ে ওই ভবনের অফিসটিতে এসেছি। এখানে একজনকে পেয়েছি। তার সাথে কথা বলছি আমরা। ভবনে কোনো অফিসের সাইনবোর্ড নেই। তাই প্রতিষ্ঠানটির নাম আপাতত বলা যাচ্ছে না।

Share this post

scroll to top