সাত ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটিকে উদ্ধার করলে রাত ২টার দিকে রেল যোগাযোগ ফের চালু হয়।

সূত্র : ইউএনবি

Share this post

scroll to top