ধর্ষণ চেষ্টার অভিযোগে রেজোয়ান চৌধুরী (১৯) নামের এক কলেজ ছাত্রের বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৬ আগস্ট ভিকটিম উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের রিয়াজ হাওলাদারের স্ত্রী মাহিনুর বেগম (২৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত রেজায়ান খুলনার ম্যানগ্রোভ পলিট্যাকনিক কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামের স্কুল শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মাহিনুর বেগম প্রতিবেশী আনোয়ার চৌধুরীর বাড়ির মসজিদ সংলগ্ন পিএসফে পানি আনতে যান। ওই সময় রেজোয়ান তাকে কথা শোনার জন্য ডেকে খড়ের গাদার আড়ালে নিয়ে মুখ চেপে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এলে রেজোয়ান পালিয়ে যায়।
এ ব্যাপারে রেজোয়ানের বাবা উপজেলার পূর্ব নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার চৌধুরী জানান, তাদের গ্রামের ইলিয়াছ তালুকদার, সাদ্দাম, আসলামসহ তিন বখাটে গত জানুয়ারি মাসে তার ছেলে রেজোয়ানকে মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় তিনি ওই বখাটেদের বিরুদ্ধে মামলা করেন। তার জের ধরে হয়রানি ও শত্রুতা মেটাতে ইলিয়াস মাহিনুরকে দিয়ে তার ছেলের বিরুদ্ধে সাজানো মামলাটি দায়ের করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বলেন, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।