শ্রীনগরে ঝাড় ফুঁকের নামে অনার্সের শেষ বর্ষের ছাত্রীর কাছে নগ্ন ভিডিও চেয়ে মসজিদের এক ঈমাম গ্রেফতার হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পশ্চিম মুন্সীয়া মোহাম্মদীয়া জামে মসজিদের ঈমাম সেকান্দার আলীকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈমাম সেকান্দার আলী প্রায় ১৮ বছর ধরে ওই মসজিদে ঈমামতি করার সাথে সাথে কবিরাজী চিকিৎসা করে আসছিল। শনিবার (২৪ আগস্ট) বেলা ১১ টার দিকে ওই গ্রামের অনার্স পড়ুয়া কলেজের এক ছাত্রী (২৩) বর্তমান ঠিকানা কেরানীগঞ্জের খেজুরবাগ থেকে সেকান্দার আলীর কাছে চিকিৎসা নিতে আসে। ঈমাম সেকান্দার আলী তাকে নির্জন কক্ষে নিয়ে জামা খুলতে বলে চিকিৎসার নামে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরদিন ওই ছাত্রীকে ফোন দিয়ে ইমোতে নগ্ন ভিডিও পাঠাতে বলে। এতে ঈমামকে কবিরাজ হিসাবে ওই ছাত্রীর সন্দেহ হয়। পরে ওইদিনই বাদী হয়ে ছাত্রীটি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ছাত্রীর অভিযোগ পেয়ে ওই ঈমামকে গ্রেফতারের জন্য মাঠে নামে পুলিশ। বিষয়টি বুঝতে পেরে ওই ঈমাম অনবরত স্থান পরিবর্তন করতে থাকে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলালউদ্দিন অভিযান চালিয়ে সোমবার দুপুরে তাকে পশ্চিম মুন্সীয়া থেকে গ্রেফতার করে। সেকান্দার উপজেলার মুন্সীরহাটি গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার স্বামী।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলী জানান, এঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে।