ড্র করলেই ফাইনালে আবাহনী

বাংলাদেশের প্রথম দল হিসেবে এএফসি কাপের নক আউট পর্বে যাওয়া। যা ঢাকা আবাহনীকে নিয়ে গেছে ইতিহাসের পাতায়। এখন তাদের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি  রেকর্ড গড়ার। প্রথম বারের মতো এই আসরের ইন্টার জোন প্লে-অফ ফাইনালে খেলা। এই কঠিন তবে অসম্ভব নয় এমন মিশনে বুধবার বাংলাদেশের ক্লাবটির অন্ত:ত ড্র দরকার। বাংলাদেশ সময় বিকেল তিনটায় আর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সময় সন্ধ্যা ছয়টায় কিম ইল সুং স্টেডিয়ামে অনুষ্টিত হবে ইন্টার জোন প্লে-অফ সেমি ফাইনালের এই ফিরতি ম্যাচ।

২১ আগষ্ট ঢাকায় ৪-৩ গোলে জিতে পরের রাউন্ডের পথে এক পা দিয়ে রেখেছে আবাহনী। অন্য দিকে ফাইনালে যেতে আজ জয় দরকার উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল ২৫ এর। ১-০, ২-১,৩-২ গোলে জয় পেলেই চলবে এপ্রিল ২৫ এর। তবে তারা ৪-৩ গোলে জিতলে খেলা গড়াবে অতিরিক্ত সময় এবং টাইব্রেকারে। আর আবাহনী ৪-৫ গোলে হারলে বেশী অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনাল খেলবে আকাশী নীল শিবির।

 আজ আবাহনী মাঠে নামছে পূর্ন শক্তি নিয়ে। সাসপেনশন কাটিয়ে ফিরছেন মিসরীয় দীর্ঘদেহী ডিফেন্ডার আলাদিন ঈসা নাসের। ফিট হয়েছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুনও। হোম ম্যাচে আবাহনী এদের ছাড়াই দূর্দান্ত জয় তুলে নিয়েছিল। তবে ওই ম্যাচে এপ্রিল ২৫ এর কাছে একেবারে অচেনা প্রতিপক্ষ ছিল আবাহনী। গত ম্যাচের পর তারা বুঝতে পেরেছে কেমন মানের দল বাংলাদেশী ক্লাবটি। তাই আজ সেই মোতাবেকই ছক করবেন স্বাগতিক দলের কোচ।

আবাহনীর পর্তূগীজ কোচ মারিও লেমস জানান,‘ আমারা ঢাকায় তাদের বিপক্ষে চার গোল করেছিলাম। সুতরাং পিয়ংইয়ংয়েও গোল করতে পারবো। গোল করাই মূল লক্ষ্য। যদি গোল করতে পারি তাহলে জয়ের ভালো সম্ভাবনা থাকবে।’ যোগ করেন, জয় সব সময়ই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ঢাকায় জয়ের পর পিয়ংইয়ংয়েও জয় পাওয়ার পূর্ন বিশ্বাস আছে।’ আরো জানান, ‘আমাদের সতর্কও থাকতে হবে প্রতিপক্ষ সম্পর্কে।  এপ্রিল ২৫ বেশ শক্তিশালী দল। তারা হোমে কোনো ম্যাচেই হারেনি। তাই বেশী ঝুঁকি নেয়া যাবে না। ’  ঈসা অন্তর্ভূক্ত হওয়ায় ডিফেন্স লাইন আরো সূদৃঢ় হয়েছে। শক্ত ডিফেন্স লাইন ছাড়া জেতা সম্ভব নয়। এছাড়া তাকে আমরা সেট পিসের সময় গোল পেতেও কাজে লাগাতে পারবো। বলেন তিনি। এই ম্যাচে কিছু ট্যাকটিক্যাল পরিবর্তনের আভাস দিলেন কোচ।

লেমস মনে করেন, জয় পেতে মরিয়া হবে এপ্রিল ২৫। কিছু ঝুঁকি নেবে। এই সুযোগে আবাহনী কাউন্টার অ্যাটাকে গোল আদায় করবে। আবাহনী কাংখিত রেজাল্ট পেলে তাদের ইন্টার জোন প্লে-অফ ফাইনালের ম্যাচ ২৫ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর।

Share this post

scroll to top