গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম মনির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল বলে দাবি করেছেন নিহত মনিরুলের স্বজনরা। নিহত মনিরুল ইসলাম মনির গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা (উত্তর পাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস্তা শামসুল হক দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করার পর ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো মনিরুল। কয়েকদিন আগে সেখানে সে জ্বরে আক্রান্ত হয়। কর্মস্থলের স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা নিয়ে কোনো উন্নতি না হওয়ায় পরে তাকে তার পরিবার চিকিৎসা করানোর জন্য সোমবার বাড়ি নিয়ে আসে। পরে তাকে চিকিৎসা করানোর জন্য বগুড়া হাসপাতালে নেয়ার পথে আনুমানিক রাত ১১টার দিকে মনিরুলের মৃত্যু হয়।
কামারদহ ইউপি সদস্য রশিদুল ইসলাম এরোম মনিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।