এনজিও’র কিস্তি শোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

জেলার বোয়ালমারীতে এনজিও’র কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত রবিউল মোল্যা (৩০) বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কামারগ্রামের শুকুর মোল্যার পুত্র। তিনি দুই সন্তানের জনক।

মৃতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে নিজ ঘরের আড়ার সাথে সে গলায় ফাঁস দেয়। আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সরকার তাকে মৃত ঘোষণা করেন।

পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক জানান, রবিউল মোল্যা পেশায় ইলেক্ট্রনিক মিস্ত্রি, সে একাধিক এনজিও থেকে ৪/৫ লাখ টাকার ঋণ উত্তোলন করে। প্রতি সপ্তাহে উত্তোলনকৃত ঋণের কিস্তি বাবদ একটি বড় অংকের টাকা পরিশোধ করতে হয় তাকে। কিস্তি পরিশোধ না করতে পারায় রবিউল মোল্যা আত্মহত্যার পথ বেছে নেয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Share this post

scroll to top