লক্ষ্যে পৌঁছাতে ঘাম ঝরাচ্ছেন সাকিব

অনেকেই মনে করেন শ্রীলঙ্কা সফরে সাকিব থাকলে ওভাবে হারতে হতো না। এটা আসলেই অবিশ্বাস করার সুযোগ নেই। তবে সে কষ্টটা সাকিবেরও আছে। সেটা এখন অতীত। আসন্ন ম্যাচগুলো ভালো করার ব্যাপারে সাকিবের ওপরও দায়িত্ব অনেক। কারণ মাশরাফিও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। ফলে সাকিবই হবেন তিন ভার্সনের অধিনায়ক। বিষয়টি তিনি জানেনও। সেভাবে নিজেকেও তৈরি করে নিচ্ছেন। ছুটি থেকে ফিরে অনেক বেশি পরিশ্রম করছেন এ অলরাউন্ডার। কারণ নিজেকে কাঙ্ক্ষিত লক্ষ্যেও তো নিয়ে আসতে হবে।

কোচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব সোমবার জানিয়েছেন, ‘কোচের সাথে তিন দিন ধরে অনুশীলন করছি। ক্রিকেট নিয়ে তার সাথে চলছে অনেক আলাপও। সিরিজ পরিকল্পনাও রয়েছে এর মধ্যে। এটাই স্বাভাবিক, কথা শুরু হলে আসলে এগুলো এমনিতেই চলে আসে। তিনিও জানতে চান। প্রসঙ্গক্রমে পাশাপাশি উঠে আসে অনেক কথা।’ তবে সাকিব ডমিঙ্গোকে নিয়ে খুবই আশাবাদী।

তিনি বলেন, ‘তার অতীত অভিজ্ঞতা অনেক। দক্ষিণ আফ্রিকার দলের সাথে কাজ করেছেন। ওদের ডেভেলপমেন্টেও ছিলেন তিনি। ফলে ভালো না হওয়ার তো কোনো কারণ দেখি না। তা ছাড়া সবে শুরু করলেন। এখনই ভালোমন্দের কথা ওঠা উচিত না বোধ হয়।’

তিনি বলেন, ‘অনেকেই মাঠের পারফরম্যান্সটাই কোচের ভালো-মন্দ বিচার শুরু করবেন। কিন্তু এটা উচিত না। একজন কোচ ভালো কি মন্দ সেটা দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করে না। তবে এটা ঠিক, তিনি সেরাটা দিতেই এসেছেন এখানে।’

কোচ প্রসঙ্গে বলতে গিয়ে সাকিব আরো বলেন, ‘উনি ইন্টারভিউ দিয়ে যাওয়ার পর থেকেই শুনেছি। তার এখানে কাজ করার আগ্রহ অনেক বেশি। পাপন ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনিও বলেছেন ওর আগ্রহ আছে। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখেই তিনি হয়তো ওই আগ্রহটা করেছেন। আশা করি ভালোই হবে।’

Share this post

scroll to top