বানিয়াচংয়ে পুকুর থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচংয়ে একই সাথে নিখোঁজের ১২ ঘন্টা পর পাঁচ ও ছয় বছরের দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বড়ইউড়ি ইউপির বলবপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো- ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া ও তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া।

স্থানীয় ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছি না। আত্মীয় স্বজনসহ আশপাশের এলাকাগুলোতে তাদের খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইয়ের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের লাশ উঠিয়ে বাড়িতে আনা হয়।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, নিখোঁজ শিশুদের লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার পর বোঝা যাবে আসলে তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে।

Share this post

scroll to top