স্টাফ রিপোর্টার : অফুরন্ত বিনিয়োগ উন্নয়ন ও সম্ভাবনার দেশ বাংলাদেশ। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার জন্য এবং সারাদেশে ২৪ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে যথাযথ প্রয়াসে এগিয়ে এসেছে সরকার। নবীন উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) উদ্যোগে ২৫-৩১ আগষ্ট দেশের ৮টি বিভাগীয় শহরের একযোগে সপ্তাহব্যাপী রেজিস্ট্রেশন ও ফিজিক্যাল প্রমোশন চলছে। গত দুইদিনে বিভাগীয় শহর ময়মনসিংহের ৮টি বুথে প্রায় ৩ হাজার নবীন উদ্যোক্তা রেজিস্ট্রেশন করেছেন। গতকাল দুপুরে আনন্দ মোহন সরকারী কলেজ গেইটের সামনে স্থাপিত বুথটি পরিদর্শণ করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিডা পরিচালক কাজী বদিউজ্জামান, বিডা উপ-উপরিচালক নুসরাত জাহান ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিডা উপ-উপরিচালক নুসরাত জাহান জানান, ২৫-৩১ আগষ্ট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন বিভাগীয় শহর ময়মনসিংহের ৮টি বুথের স্থানগুলো হলো: ময়মননিংহ মেডিকেল কলেজে ২টি, আনন্দ মোহন কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জব্বারের মোড়, টাউন হল মোড়, সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনেশিয়াম, রেল স্টেশন কৃষ্ণচূড়া চত্বর, শিল্পাচার্য জয়নুল উদ্যানের উন্মুক্ত মঞ্চে একটি করে বুথ রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় এক রোডশো র্যালী আনন্দমোহন কলেজ থেকে শুরু হবে । রোডশো র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার আনন্দমোহন কলেজে এসে শেষ হবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেবেন।
উল্লেখ্য, প্রতি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে উদ্যোক্তা বাছাই ও নির্বাচনের কমিটি রয়েছে। কমপক্ষে ২০বছর বয়সী এসএসসি পাস এবং অন্যান্য যোগ্যতার অধিকারীদের বাছাই করবেন জেলা কমিটি। ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দিবেন কমিটি। নির্বাচিতদের বিভিন্ন প্রশিক্ষণ উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ।