শিবগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ার শিবগঞ্জে রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামে রওশনআরা বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রবাসী এক ছেলে ও এক মেয়ের জননী রওশনআরা ওই গ্রামের মো: শাহ আলমের স্ত্রী।

নিহতের স্বামী শাহ আলম জানান, রওশনআরা বাড়িতে একাই ছিলেন। রোববার সন্ধ্যার দিকে তিনি মাছ নিয়ে বাসায় এসে দেখেন বাড়ির ভেতর থেকে মেইন দরজায় ছিটকিনি দেয়া। লোকজনের সহায়তায় প্রাচীর টপকিয়ে ভেতরে গিয়ে শয়ন ঘরে মেঝেতে রওশনআরার গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পান এবং ঘরের জিনিসপত্র ছিল এলোমেলো।

তবে এমন নৃশংস হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।

খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি মো: মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

Share this post

scroll to top