ফরিদপুরে অটোর সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

ফরিদপুর শহরে অটোর সাথে ধাক্কা খেয়ে সড়কের পাশের নর্দমার কার্নিশে আঘাত পেয়ে মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোঃ নাসির শেখ (৩৬)। রোববার বিকেল ৪টার দিকে শহরের হাবেলী গোপালপুর মহল্লার শহীদুল হাসানের বাড়ির সামনে মুজিব সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ফরিদপুরে পোস্টাল অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল চালক নাসির শেখ তার এক সহযোগী মোঃ তৌহিদকে নিয়ে ফরিদপুর শহরের টেপাখোলার দিকে যাচ্ছিলেন। ওই সময় সামনের দিকে থেকে আসা একটি অটোবাইকের সাথে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী নাসির শেখ ছিটকে সড়কের পাশের নর্দমার কার্নিশে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this post

scroll to top