দলকে জেতাতে খুব সতর্ক হয়েই প্রতিটি বল মোকাবেলা করছিলেন জ্যাক লিচ। প্রতিবারই ব্যাট চালানোর আগে রুমাল দিয়ে চশমা মুছে নিচ্ছিলেন, যাতে কোনো ভুলে সাজঘরে ফিরতে না হয়। তার এই সতর্কতার কারণে বেন স্টোকসের দুর্দান্ত ইনিংসটি করেছেন। আর দল অসাধ্য সাধন করেছেন। অ্যাশেজ সিরিজে সমতা এনেছে। লিচের এই অবদানের জন্য বাকি জীবন তাকে ফ্রি চশমা দেয়ার ঘোষণা দিয়েছে ইংল্যান্ডের চশমা কোম্পানি স্পেকসেভারস।
রোববার ম্যাচ শেষে স্টোকস টুইটারে বলেন, ‘স্পেকসেভারস বাকি জীবনের জন্য জ্যাক লিচকে ফ্রি চশমা দেয়ার ব্যবস্থা করুন!’
জবাব দিতে দেরি করেনি স্পেকসেভারস। সাথে সাথে লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি, বাকি জীবনের জন্য জ্যাক লিচকে ফ্রি চশমা দিয়ে যাব আমরা!’
গতকাল ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন স্টোকস। আর তার যোগ্য সঙ্গী লিচ ১৭ বলে করেছেন ১ রান। তার এই দৃঢ়তা ইংল্যান্ডকে জয়ের বন্দরে ভিড়িয়েছে।