রংপুরের পীরগাছায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর দু’জন।
আজ রোববার উপজেলার চৌধুরানী-সুন্দরগঞ্জ সড়কের পূর্ব তেয়ানি মুচির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সুন্দরগঞ্জ থেকে আসা রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর একটি পিকআপ ভ্যান উল্লেখিত স্থানে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুকে চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে আহত তিনজনকে সুন্দরগঞ্জ হাসপাতালে নেয়ার পথে উপজেলার প্রতাব জয়সেন গ্রামের মসজিদের ইমাম হাফেজ নাজমুল হুদা (৪৫) নিহত হন। তিনি ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে।
অপর দুই আহতকে মুমূর্ষূ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরা দুজন হলেন, নাহিদ ইসলাম (২৫) এবং আল-আমিন (৩০)। তাদের বাড়ি উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাব জয়সেন গ্রামে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পল্লীবিদ্যুতের ঘাতক পিকাপ ভ্যানটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পিকআপ ভ্যানটি উদ্ধার করে পীরগাছা থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে পীরগাছা থানা অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।