দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেতে শুরু করেছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম। গেলো দুই দিনের ব্যবধানে এ বন্দরের পাইকারী বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১২ থেকে ১৫ টাকা।
গত বুধবার হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি ভারতীয় আমদানি করা পেঁয়াজ ৩৮ থেকে ৪৪ টাকায় বিক্রি হলেও গতকাল শনিবার ওই একই পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ থেকে ৩১ টাকা কেজি দরে।
বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নাজমুল হক চৌধুরী জানান, কোরবানী ঈদের পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১৮ থেকে ২০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হলেও বর্তমানে তা বেড়ে এখন প্রতিদিন আমদানি হচ্ছে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ। পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কমে এসেছে বলে জানান তিনি।
এদিকে, পেঁয়াজের দাম কমে আসায় বেচা-কেনাও বেড়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।