কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম জিনিয়া আরেফিন জুঁই (২)। সে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আঃ জলিলের কন্যা। শুক্রবার সন্ধ্যায় পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, পাটেশ্বরী বাজারের পশ্চিম দিকে একটি পাট বোঝাই ট্রলি জুঁইকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। মুমূর্ষু আবস্থায় তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপস্থিত জনতা ট্রলিটিকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। কিছুদিন আগেও ট্রলির সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনা ঘটে। উত্তেজিত জনতা সড়কে অবৈধ যানবাহন চলাচল করায় ক্ষোভ প্রকাশ করেন। ভূরুঙ্গামারী থানার ওসি সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।