ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সাখাওয়াত হোসেনকে হত্যাচেষ্টাসহ এক ডজন মামলায় আদালতে আত্মসমর্পণ করেছে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ওরফে আবদুল মোতালেব ওরফে পিটু।
আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ সূত্র জানায়, পিটু তার সহযোগীদের নিয়ে ১৭ জুলাই অপর যুবলীগ নেতা সাখাওয়াত হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে পুলিশ তাকে খুঁজছে। বৃহস্পতিবার দুপুরে তিনি অপর সহযোগী রায়হানসহ আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজী ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় অন্তত ১২টি মামলা এবং অসংখ্য অভিযোগ রয়েছে।
তিনি সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে