ঠাকুরগাঁওয়ে বাস-কোচ সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁওয়ে মিনিবিাস ও কোচের সংঘর্ষে ৩জন নিহত ও ৩১জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌনে দশটায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর মন্ডলপাড়া এলাকায় এ ঘঠনা ঘটে।

এলাকাবাসি জানায়, ঠাকুরগাঁও থেকে রাজু এন্টারপ্রাইজ নামের একটি মিনিবাস পঞ্চগড় যাওয়ার সময় পেছন থেকে সোনার বাংলা নামক একটি নৈশকোচ বাসটিকে থাক্কা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসির সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো এক জনের মৃত্যু হয়।

নিহতরা হলো মিনিবিাস চালক বাবুল ঢালী (৪৫), সে ঠাকুরগাঁও কলেজপাড়ার হাসেম ঢালীর ছেলে। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ছোট খোচাবাড়ির মৃত আব্দুল মজিদ এর ছেলে আবুল কালাম আজাদ (৩০) ও পঞ্চগড় জেলার চাকলারহাটের বাসিন্দা বশির উদ্দিনের ছেলে ও অগ্রণী ব্যাংক ঠাকুরগাঁও মুন্সির হাট শাখার কর্মকর্তা কামরুজ্জামান বাবু।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপপরিচালক মফিদার রহমান।

Share this post

scroll to top