হাইকোর্টের ৩ বিচারপতিকে বিচারিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ

হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে আচরণ বিধি নিয়ে অভিযোগ ওঠায় তাদেরকে বিচারিক কাজ থেকে বিরত রাখা হয়েছে।

আচরণ বিধি নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় প্রধান বিচারপতির নির্দেশে তাদের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে বলে জানা গেছে।

এই তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও এ তিন বিচারপতির নাম রাখা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, ‘তাদের (তিন বিচারপতি) নাম আজকের কজলিস্টে নেই। আমি এ টুকুই জানি। এর বেশি কিছু বলতে চাই না।’

Share this post

scroll to top