একুশ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ময়মনসিংহে নিহতদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, নিরবতা পালন ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আজ বুধবার সকালে ময়মনসিংহ নগরীর কালিবাড়িস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
পরে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূঁঞা।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস ও শওকত জাহান মুকুল, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন, আ’লীগ নেতা শাহ শওকত ওসমান লিটন, রেজাউল হাসান বাবু, মহানগর যুবলীগের আহবায়ক শাহিনুর রহমান, সিএনজি অটোরিকসা মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, প্রমুখ।
সভা শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।