মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে বুধবার ভোর রাতে ধারালো বটি দিয়ে শাকিল মিয়া (১৩) নামের এক ছেলেকে গলাকেটে হত্যার চেষ্টা করে তার মা মলিনা বেগম (৫০)।
গুরুতর আহত শাকিলের চিৎকারে পাড়ার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় মা মলিনা বেগমকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আহত শাকিল আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার পিতার নাম মশিয়ার রহমান মন্নু।
শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এসআই হামিদুল ইসলাম জানান, উপজেলার তারাউজিয়াল গ্রামে বুধবার ভোর রাতে মশিয়ার রহমান মন্নুর স্ত্রী মলিনা বেগম তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে শাকিল মিয়াকে ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দিয়ে গলাকেটে হত্যা করার চেষ্টা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মা মলিনা বেগমকে আটক করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।