সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান তালুকদার নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মেহেদী হাসান কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলাম মন্নু তালুকদারের ছেলে ও সরকারি হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, গত ১২ আগস্ট মেহেদী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ আগস্ট হাসপাতালে ভর্তি হয়। শনিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। শনিবার রাতে জেনারেল হাসপাতালে ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।
এছাড়া সরকারী ও বেসরকারী বিভিন্ন হাসপাতালে আরো ১৯ জন রোগী ভর্তি ছিলো।