ফরিদপুরে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত আরেক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম ইউনুস শেখ (৫৫)। তিনি রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আয়নাল শেখের ছেলে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, ইউনুস শেখ গত ১২ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ এর দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

ইউনুস শেখকে নিয়ে শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত দুইজন রোগীর মৃত্যু হলো। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ওই একই ওয়ার্ডে চিকিৎসাধীন মাগুরা সদর উপজেলার চদপুর গ্রামের বাসিন্দা কৃষক মোঃ মিজানুর রহমানের ছেলে ও স্থানীয় সত্যজিৎপুর কলেজের মানবিক বিভাগের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী সুমন বাসার (২০) মারা যান।

এ নিয়ে শনিবার পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত মোট পাঁচ জনের মৃত্যু হলো।

Share this post

scroll to top