ঢাকাSaturday , 17 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গজরাজের মৃত্যু, শ্রীলঙ্কায় তোলপাড়

Link Copied!

সমস্যা যাই-ই হোক, তার তোয়াক্কা না করে ধর্মীয় রীতিনীতি অটুট রাখার আপ্রাণ চেষ্টা৷ রীতি মেনে গজরাজকে দীর্ঘ রাস্তা প্যারেড করানো হলো৷ আর তাতেই প্রাণ গেল বয়স্ক হাতির৷ ঘটনার কথা ছড়িয়ে পড়তে শ্রীলঙ্কার বনদপ্তর তদন্তের নির্দেশ দিয়েছে৷

শ্রীলঙ্কার বিখ্যাত স্থান ক্যান্ডি৷ গত সপ্তাহে বৌদ্ধ সম্প্রদায়ের এসালা পেরহারা নামে এক উৎসব ছিল এখানে৷ যার অন্যতম অঙ্গ দীর্ঘ পদযাত্রা৷ যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বন্যপ্রাণীদেরও শামিল করা হয়৷ সেদিনের পদযাত্রায় অন্তত ২০০টি হাতি ছিল৷ যার মধ্যে তিকিরি নামে একটি হাতিকেও শামিল করে মঠ কর্তৃপক্ষ৷ তিকিরির বয়স সত্তরের কম কিছুতেই নয়৷ শরীর এখন অনেকটাই ভাঙা, গজরাজের সেই তেজ আর নেই৷ তা আড়াল করতে একটি সুন্দর বস্ত্রখণ্ড দিয়ে ঢেকে দেয়া হয় তার শরীর৷ দুর্বল শরীরেও গজগমনে অনেকটা রাস্তাই এগিয়েছিল তিকিরি৷ আর তারপরই লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার৷

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বন্যপ্রাণ সংরক্ষণ সংগঠনগুলো রীতিমতো রে রে করে ওঠে৷ সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়৷ তাদের সমবেত প্রতিবাদের মুখে পড়ে ঘটনার প্রায় সপ্তাহখানেক পর তদন্তের নির্দেশ দিয়েছেন পর্যটন ও বনমন্ত্রী জন অমরতুঙ্গা৷ এসালা উৎসবে বয়স্ক প্রাণীদের জোর করে শামিল করার রীতি বাতিল হওয়ার ভাবনাচিন্তা চলছে৷ মন্ত্রী অমরতুঙ্গা বলছেন, ‘পদযাত্রায় হাতির মৃত্যুর খবরটা শোনামাত্রই আমি তদন্তের নির্দেশ দিয়েছি৷ হাতির শরীর কেমন ছিল, অসুস্থ অবস্থায় থাকলে তাকে জোর করে হাঁটানো হল কেন, সবই তদন্ত রিপোর্টে উঠে আসবে৷ সেইমতো আমরা ওই বৌদ্ধ মঠের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব৷’

রীতি অনুযায়ী, বৌদ্ধ মন্দির বা প্যাগোডাগুলিতে যেসব প্রাণীরা থাকে, তাদেরকেই সাধারণ কোনো উৎসবে শামিল করা হয়৷ কিন্তু ক্যান্ডির পশুপ্রেমী সংগঠনগুলোর দাবি, তিকিরি কখনোই ওই বৌদ্ধ মন্দিরের হাতি নয়৷ তাকে কার্যত রাস্তা থেকে তুলেই পদযাত্রায় হাঁটানো হয়েছে৷

এনিয়ে এশিয়ার হস্তী সংরক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তা তথা হস্তিবিশারদ জয়ন্ত জয়বর্ধনে স্পষ্টই জানাচ্ছেন, তিকিরি অপুষ্টিতে ভুগছিল৷ ক্যান্ডিতে এভাবেই হাতিদের উপর মানুষের অত্যাচার চলে৷ আর তাদের রুগ্ন শরীর ঢাকতে সবসময় কাপড়ে মুড়ে রাখা হয়৷ বৌদ্ধধর্ম অধ্যুষিত শ্রীলঙ্কায় হাতিদের এমনিতে বেশ শ্রদ্ধার চোখেই দেখা হয়৷ এদেশের ধনীরা অনেক সময়ে হাতি পোষেন৷ তবে তাদের যত্নআত্তি নিয়ে প্রায়শয়ই অভিযোগ উঠছে৷ এই পরিস্থিতিতে তিকিরির মৃত্যুতে আরো নিন্দার মুখে সেদেশের প্রশাসন৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।