পোরশা সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী রাখাল আটক

নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে ৬০ বিএসএফ’র একটি টহলদল এক বাংলাদেশী রাখালকে আটক করেছে।

আটকৃত ব্যক্তি উপজেলার চক বিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২২)।

সূূত্র মতে, আজ শনিবার ভোরে আলমগীরকে ২৩১/৬(এস)নং পিলারের এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে ঢাকা উগাল নামক স্থান থেকে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফের টহলরত সদস্যরা আটক করে নিয়ে যায়। রাতে তিনি গরু নিয়ে আসার জন্য ভারতে প্রবেশ করেছিল বলে সূত্রটি জানায়।

এ বিষয়ে পোরশা বিওপি ও হাঁপানিয়া বিওপি ১৬ বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারদের সাথে যোগাযোগ করা হলে, তারা কিছু জানেন না বলে জানান।

অপরদিকে ১৬ বিজিবি’র সিও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানান, তারা এ ব্যাপারে কিছু জানেন না। তবে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Share this post