চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক মাদরাসা ছাত্র মারা গেছে। নিহত মাদরাসা ছাত্রের নাম আবু বকর সিদ্দিক সিয়াম (১৪)। সে শাহরাস্তি উপজেলার টামটা পশ্চিম পাড়া নোয়াবাড়ির জাকির হোসেনের ছেলে। নিহত সিয়াম হাজিগঞ্জ ইপজেলার গর্ন্তব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিলো। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সিয়ামের বাবা জাকির হোসেন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সাথে ঈদ করতে সিয়াম মাদরাসা থেকে জ্বর নিয়ে বাড়ি আসে। পরে গত মঙ্গলবার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষা করে সিয়ামের ডেঙ্গু ধরা পড়ে। বুধবার সকালে তাকে কুমিল্লায় স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাতেই সিয়াম মারা যায়।