ফেনীর লেমুয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ৬ জন নিহত ও ১০ জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত রুমা আক্তার নামের এক বাসযাত্রী বলেন, ঢাকা থেকে রাত ২টায় রওনা দেই আমরা। এর মধ্যে হাইওয়েতে একটি রেস্তোরাঁয় সবাই নাস্তা করে আবার বাসে উঠে পড়ি। এর পর্যায় প্রায় সবাই ঘুমিয়ে পড়ি। আমাদের ঘুমের মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।