ভূরুঙ্গামারীতে বাগানের ১৪ শ’ সুপারির চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা এক কৃষকের সুপারি বাগানের প্রায় ১৪ শ’ চারা কর্তন করেছে।

উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ভেল্লিকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার রাতের আঁধারে কে বা কারা ওই গ্রামের সবুজ মিয়া নামের এক কৃষকের ২৪ শতাংশ জমির সুপারি বাগানের প্রায় ১৪ শ’ চারা গাছ মাঝ বরাবর দুই খন্ড করে কেটে রেখে পালিয়ে যায়।

সবুজ মিয়া জানান, প্রতিহিংসার কারণে কেউ চারাগুলো কেটে ফেলতে পারে। এতে তার প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহেদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this post