বগুড়ায় ২ বাসের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শাজাহানপুরের আড়িয়ার বাজারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

শাজানপুর থানা পুলিশ জানায়, আড়িয়ার বাজারে দুটি বাসের সংঘর্ষে ২০ জন আহত হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। বাস দুটি আটক করা হয়েছে।

শজিমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল আজিজ মন্ডল জানান, আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের একজন বাসযাত্রী রানু বেগম (৪৪) ও অপরজন বাসচালক অজ্ঞাত (২০)।

Share this post

scroll to top