ঈশ্বরগঞ্জে সংঘর্ষে বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠাল ডাংরি গ্রামে পূর্ব শক্রতার জেরে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাঁঠালগ্রামের হাশিম উদ্দিন (৫৫), তার ছেলে জহিরুল ইসলাম (২৫) ও হাশিমের ভাই আজিবুর মিয়া (৩২)।

স্থানীয়রা জানান, হাশিম উদ্দিনের সঙ্গে তার ভাই আজিবুরের পূর্ববিরোধ ছিল। এর জের ধরে হাশিমের বাড়িতে এসে এসে হামলা চালায় আজিবুর ও তার লোকজন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর জখম হন হাশিম ও জহিরুল। এসময় আজিবুরও আহত। জহিরুলকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। আর হাশিম উদ্দিন ও আজিবুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

আহত হাশিম উদ্দিনের দুই ছেলে খায়রুল ও মাজহারুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top